ব্রেক ফেল! মুম্বইয়ের জ্যামে ফেঁসে সলমন খান যা করলেন, দেখে তাজ্জব ভক্তরা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের ভয়াবহ যানজটে আটকে শুটিং স্পটে পৌঁছতে না পেরে অবশেষে বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ছাড়লেন সালমান খান। কোনো উপায় না দেখে পথচারীর বাইকে লিফট নিলেন সুপারস্টার। মুখ ঢাকা থাকায় বাইক-চালক প্রথমে চিনতে পারেননি ‘ভাইজান’কে। সময় বাঁচাতে সালমানের এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।