চন্দননগর জগদ্ধাত্রী পুজো এবার আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জনজোয়ার সামলাতে এবার নজিরবিহীন নিরাপত্তা চন্দননগরে। আজ, রবিবার, পঞ্চমীর দুপুর থেকেই শহরে চারচাকা গাড়ির ‘নো এন্ট্রি’ কার্যকর হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের ৪৪টি পয়েন্টে নো এন্ট্রি জারি থাকবে। পাশাপাশি, এবার নজরদারিতে ব্যবহার করা হচ্ছে প্রায় ৩০০ সিসিটিভি ক্যামেরা। পুলিশ কমিশনার জানান, কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।