গঙ্গা ঘাটে এবার অন্য ছবি! পুরোনো হিংসা ভুলে ছট পুজোর প্রস্তুতিতে সামশেরগঞ্জ – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভা এলাকায় ছট পুজোর জন্য সেজে উঠছে গঙ্গার কাঞ্চনতলা ও কলাবাগান ঘাট। বিগত দিনের হিংসার ইতিহাস ভুলে এলাকার মানুষ এই বছর দুর্গাপূজা ও কালীপূজার মতো নির্বিঘ্নে ছট উৎসব সম্পন্ন করতে আশাবাদী। ঐতিহ্যবাহী এই উৎসবে প্রায় ৭০ হাজার পুণ্যার্থীর জন্য ঘাট পরিচ্ছন্ন করা, আলোকসজ্জা, পানীয় জল ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুরসভা। যানজট এড়াতে গাড়ির পার্কিং-এরও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।