এল ক্লাসিকো যুদ্ধ শুরুর আগে বার্নাব্যুতে একটাই টিফো! কী সেই বার্তা যা দেখে কাঁপছে বার্সা শিবির – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
ফুটবল যুদ্ধ ‘এল ক্লাসিকো’ আজ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে মানসিকভাবে চাপে রাখতে সান্তিয়াগো বের্নাবেউ-এ এক সুবিশাল ‘টিফো’ প্রদর্শন করবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, স্টেডিয়ামজুড়ে ছড়ানো ব্যানারটিতে একটাই শব্দ লেখা—’GREATNESS’। লিগ টেবিলে দুই পয়েন্টে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে এই টিফো দিয়ে দলের গৌরব ও আত্মবিশ্বাস ফুটিয়ে তুলে বার্সাকে হারাতে বদ্ধপরিকর।