কোচ-ছাঁটাই বিতর্ক! নকভির কোপে এবার পাকিস্তান মহিলা দলের প্রধান কোচও – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
মহসিন নকভি-র অসন্তোষের জেরে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ মহম্মদ ওয়াসিমকে দায়িত্ব থেকে সরানো হতে পারে। এক দিনের বিশ্বকাপে ফতিমা সানাদের ব্যর্থতা, লিগ পর্বে একটিও ম্যাচ না জেতা এবং ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে না পারার কারণে পিসিবি চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে খবর। বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও প্রত্যাশিত ফলের অভাবে তা নবীকরণ হচ্ছে না।