মান্থা আসছে! কোন উপকূলে, কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবারের মধ্যেই সেটি ‘মান্থা’ নামের ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলে এটি আছড়ে পড়তে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা সহ পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।