Ola-iQube-কে টেক্কা দিতে আসছে নতুন ই-স্কুটার, এক চার্জে রেঞ্জ ১৮০ কিমি! – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
দৈনন্দিন ব্যবহারের জন্য বেঙ্গালুরুর Simple Energy শীঘ্রই নতুন ফ্যামিলি ই-স্কুটার আনছে। ফাঁস হওয়া নকশায় দেখা গিয়েছে এতে রয়েছে স্মার্টফোন সংযোগ সহ টাচস্ক্রিন ডিসপ্লে এবং আরামদায়ক রাইডের জন্য লম্বা সিট। সংস্থাটির দাবি, এতে মিলবে ৩.৭ kWh ব্যাটারি, যা এক চার্জে প্রায় ১৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এই মডেল Ola S1X ও TVS iQube-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।