আঙুলে কালিই পড়েনি, তিনিই করছেন ভোটার তালিকা সংশোধন! কৃষ্ণগঞ্জে বিএলও বিতর্ক – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএলও নিয়োগ নিয়ে তুমুল বিতর্ক। জানা গেছে, যে শিক্ষকের পরিবারের নাম ২০০২ সালের ভোটার তালিকাতেই ছিল না, তিনিই এখন বুথ লেভেল অফিসার। এই ঘটনায় রাজনৈতিক দোষারোপ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বচ্ছতা বজায় রাখতে তালিকাভুক্ত নন এমন কর্মীদের সরিয়ে দেওয়া উচিত। অভিযোগের বিষয়ে ব্লক প্রশাসন নীরব।