বাংলায় ‘ভেজাল ভোটার’ বিতর্ক, SIR নিয়ে দিলীপ ঘোষের কড়া হুঁশিয়ারি – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একাধিক কর্মসূচি নিয়ে সস্ত্রীক উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অবিলম্বে রাজ্যে সঠিক ভোটার তালিকা যাচাইয়ের জন্য ‘SIR’ চালুর দাবি জানান। তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘ভেজাল ভোটার’দের তালিকা থেকে বাদ দিতে না দেওয়ার জন্য জেলাশাসক ও বিএলও-দের ধমকানোর অভিযোগও করেন তিনি। তাঁর মতে, উচ্চ নেতৃত্ব নিজেদের লোক দিয়ে এই কাজ করাচ্ছে।