তৃণমূলের দিন শেষ, মালদা থেকে শুভেন্দুর কড়া বার্তা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার মালদার গাজোল সফরে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি স্পষ্ট জানান, তৃণমূলের দিন শেষ এবং এবার বিজেপির সময় এসেছে। দলীয় সংবর্ধনা সভায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারসহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। অধিকারী এই মঞ্চ থেকে সরকার পরিবর্তনের ডাক দেন।