মালদহের গাজোলে বিজেপির সভায় বড় যোগদান – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
গাজোলের মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে সুকান্ত মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে শুভেন্দু হুঙ্কার দেন, রাজ্যে পরিবর্তন আসন্ন। একই মঞ্চে গাজোলের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূলের প্রায় ৫০ জন কর্মী বিজেপিতে যোগ দেন।