খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক, শুরু হয়েছে বিভাগীয় তদন্ত – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
আলিপুরদুয়ারে খবর সংগ্রহ করতে গিয়ে স্ত্রী-কন্যার সামনেই এক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক অরিন্দম সেন পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগ, মহিলা পুলিশ কর্মী কৃষ্ণা বর্মন তাঁর মোবাইল ছিনিয়ে নিয়ে চড় মারেন এবং স্ত্রীকে জেলে ভরার হুমকি দেন। এই ঘটনায় আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে জেলা পুলিশের তরফে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।