সনাতন ধর্মই শক্তির পথ কালীপুজোর মঞ্চে সুকান্ত মজুমদারের বড় বার্তা – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
মালদার হবিবপুরে কলাইবাড়ি যুবক সংঘের কালীপুজোর মণ্ডপে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেবী দর্শনের পর মঞ্চ থেকে তিনি উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে সনাতন ধর্মই শক্তির পথ বলে গুরুত্বপূর্ণ বার্তা দেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে গ্রামের উন্নয়নের দাবিও শোনেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী।