বিরাট মোড় রঞ্জিতে শাহবাজের স্পিন ঝলক – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
ইডেনে রঞ্জি ম্যাচে দুরন্ত কামব্যাক শাহবাজ আহমেদের। তাঁর ভেল্কিতেই বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে মাত্র ১০৭ রানে ৭ উইকেট হারিয়েছে গুজরাত। বাংলার ২৭৯ রানের জবাবে এখনও ফলো অন এড়ানো বাকি তাদের। শাহবাজ একাই নিয়েছেন ৪ উইকেট। মহম্মদ শামি পেয়েছেন ২ উইকেট। প্রথম ঘণ্টার মধ্যেই বাকি ৩ উইকেট তুলে নিয়ে ৬ পয়েন্ট নিশ্চিত করার দিকে নজর বাংলার।