‘অন্ধ ধৃতরাষ্ট্রের মতো যেন না হয়’, বেফাঁস মন্তব্য করে বিপাকে হুমায়ুন কবীর – এবেলা

এবেলা ডেস্কঃ
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বেফাঁস মন্তব্যের জেরে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে দল। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি তাকে নিয়ে জরুরি বৈঠকে বসছে বলে জানা গেছে। এই বৈঠকের পর বিধায়কের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে দলের এই পদক্ষেপের খবর পেয়েই পাল্টা মুখ খুলেছেন হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট জানিয়েছেন, “কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে কিংবা দলবিরোধী কাজ করে, তার বিরুদ্ধে অবশ্যই দলের শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠক করে ব্যবস্থা নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে শৃঙ্খলারক্ষা কমিটির ভূমিকা যেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো না হয়। এক্ষেত্রে কেবল আমার দোষ যেন দেখা না হয়।” বিধায়কের এমন মন্তব্যে তৃণমূলের অন্দরে শোরগোল পড়েছে।
হুমায়ুন কবীরের মন্তব্যের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয় শৃঙ্খলারক্ষা কমিটি এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব, এখন সেটাই দেখার। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।