শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ ও ২ ব্লক এবং ঘাটাল এলাকার মানুষ বহু বছর ধরে যাঁর জন্য অপেক্ষা করছিলেন, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অবশেষে শুরু হয়েছে। স্থানীয়দের মধ্যে এখন প্রশ্ন, এই উদ্যোগ আসলে কতটা বদল আনবে?
সেচ দফতর সূত্র জানাচ্ছে, প্রাথমিকভাবে শিলাবতী নদী এবং শোলাটপা খালের খনন কাজ শুরু হয়েছে একটি বিশেষ ‘নো কস্ট’ মডেলে। ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) এবং রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পরেই কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেই মোতাবেক দুর্গাপুজো শেষ হতেই মাঠে নেমেছে সেচ দফতর।
জানা গিয়েছে, এই মাস্টার প্ল্যানের অধীনে মোট ৩৬টি খাল ও নদী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দাসপুর ও ঘাটালের নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা এখন তাকিয়ে আছেন, এই কাজ দ্রুত শেষ হয়ে কীভাবে বর্ষার ভয়াবহ প্লাবন থেকে তাঁদের মুক্তি দেয়। এই ‘নো কস্ট’ মডেলে কাজ শুরু হওয়ায় গোটা প্রক্রিয়াটি নিয়েই স্থানীয় মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।