ঘুঁটে থেকে ৩ডি আলো, যে ‘রহস্য’ লুকিয়ে চন্দননগরের জগৎখ্যাত আলোকসজ্জায় – এবেলা

এবেলা ডেস্কঃ

জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, আর এখানকার বিশ্বখ্যাত আলোকসজ্জা। ১৮শ শতকের ঘুঁটে জ্বালানো আলো থেকে শুরু করে আজকের এলইডি অ্যানিমেশন ও থ্রিডি ডিজাইন—সময়ের সঙ্গে বদলেছে আলোর ইতিহাস। শ্রীধর দাস, বাবু পাল-সহ বহু শিল্পীর কঠোর পরিশ্রমে এই ঐতিহ্য এখন দেশ-বিদেশের প্রশংসিত এক শিল্পের নাম, যা রাতভর মুগ্ধ করে হাজারো মানুষকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *