শুল্ক অফিসারকে মার, ৪ জনেরই জামিন – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরে নিজের ফ্ল্যাটেই গুরুতর হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমার। অভিযোগ, সামান্য একটি অটো দুর্ঘটনার সূত্র ধরে এই হামলা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়া সত্ত্বেও উপযুক্ত প্রমাণের অভাবে অভিযুক্ত চারজনকেই জামিন দিয়েছে আদালত।
ঠিক কী ঘটেছিল সেই রাতে? জানা যাচ্ছে, আবাসনে প্রবেশ করার সময় শুল্ক আধিকারিক প্রদীপ কুমারের গাড়িতে ধাক্কা মারে একটি অটো। এই নিয়ে অটো চালকের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অটোচালক দলবল নিয়ে ফ্ল্যাটে চড়াও হয়। অভিযোগ, সেখানে তারা তাণ্ডব চালায় এবং কেন্দ্রীয় আধিকারিককে মারধর করে। গুরুতর আঘাতে প্রদীপ কুমারের মাথা ফেটে যায়।
এই পুরো ঘটনাটিই আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে হামলার দৃশ্য স্পষ্ট থাকা সত্ত্বেও কেন অভিযুক্তদের জামিন হলো, সেই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। পুলিশ এই ঘটনায় জামিন অযোগ্য ধারা প্রয়োগ করেছিল। তবে আদালত ধৃত চারজনকে জামিন দিয়েছে ‘উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে’।
এক কেন্দ্রীয় শুল্ক আধিকারিকের উপর ফ্ল্যাটে ঢুকে এমন হামলা এবং অভিযুক্তদের সহজে জামিন পাওয়ায় স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, সিসিটিভি ফুটেজ থাকার পরেও প্রমাণের অভাব কেন? তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।