ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও ‘ক্ষুধার্ত’ ৯৫০ গোলের পরও থামছেন না তারকা ফুটবলার – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
ফুটবল মাঠে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে কেরিয়ারের ৯৫০তম গোলটি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল নাসরের ২-০ জয়ে ৮৮ মিনিটে জালে বল জড়ান পর্তুগিজ তারকা। এই মাইলফলক ছুঁয়েও তিনি জানিয়েছেন, তাঁর গোলের ‘ক্ষুধা’ এখনও মেটেনি। নিজের লক্ষ্য— হাজার গোলের গণ্ডি ছোঁয়া। এই জয়ে আল নাসর এখন লিগ টেবিলের শীর্ষে।