কলকাতাতেই জগদ্ধাত্রী পূজা চন্দননগরের আমেজ এই পাঁচ বনেদি বাড়িতেই দেবী দর্শন – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
চন্দননগর বা কৃষ্ণনগরে যেতে না পারলেও নিরাশ হবেন না। কলকাতাতেই রয়েছে একাধিক বনেদি বাড়ির জগদ্ধাত্রী পূজা, যা শতাব্দী প্রাচীন। মদন গোপাল দে বাড়ি, চোরবাগান মৈত্র বাটি, শোভাবাজারের বটকৃষ্ণ পাল বাড়ি এবং ছাতুবাবু ও লাটুবাবুর বাড়িতে দুর্গাপূজার মতোই জাঁকজমক সহকারে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। এই পুজোয় এখনও ধুনো পোড়ানো, তান্ত্রিক মতে পূজা ও বৈষ্ণব রীতির মতো বিশেষ প্রথা চালু আছে।