বিপদজাল ড্রাইভারের জাল ডিগ্রি! কুর্নুলের ভয়াবহ দুর্ঘটনার পিছনে আসল কারণ ফাঁস – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
কুর্নুল বাস দুর্ঘটনায় সামনে এল ভয়ঙ্কর গাফিলতির চিত্র। চালকের জাল শিক্ষাগত শংসাপত্র, বাসে নিয়ম ভেঙে কার্গো পাচার এবং মদ্যপ বাইক চালকের বেপরোয়া গতি—ত্রিমুখী ভুলে প্রাণ গেল ২০ জনের। বাসের লাগেজ কম্পার্টমেন্টে থাকা স্মার্টফোনের ব্যাটারি ফেটে আগুনের তীব্রতা বাড়ে। এই ঘটনা ভারতে লাইসেন্স প্রদান ও নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর ফের প্রকাশ্যে আনল।