গম্ভীর ঘনিষ্ঠতার জেরে সুযোগ, হর্ষিতের সমালোচনায় সতীর্থকে ঘুরিয়ে আক্রমণ গাভাসকরের – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
সিডনিতে হর্ষিত রানার দুরন্ত ৪ উইকেটের পর এবার মুখ খুললেন সুনীল গাভাসকর। প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্তের নাম না করে সমালোচনার জবাব দিলেন সানি। সমালোচকদের উদ্দেশ্যে তিনি জানান, একজন খেলোয়াড়কে দলের শতভাগ সমর্থন করা উচিত, তাঁর সমালোচনা করা নয়। রানার যোগ্যতার ওপর প্রশ্ন তুলেছিলেন শ্রীকান্ত।