চেন্নাই নয়, গোয়ায় দাবা বিশ্বকাপ ২০২৩ পর ভারতে ফিরছে, লড়বেন গুকেশ ও ২৪ জন খেলোয়াড় – এবেলা

এবেলা ডেস্কঃ

২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ, গোয়ায় বসবে আসর। বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশ সহ মোট ২৪ জন ভারতীয় অংশ নিচ্ছেন এই সম্মানজনক টুর্নামেন্টে। অর্জুন এরিগাইসি, আর প্রজ্ঞানন্দ ও বিদিত গুজরাঠিও প্রার্থীপদ প্রতিযোগিতায় সিট বুক করতে মরিয়া। এই বিশাল ভারতীয় বাহিনী ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে ট্রফি ফেরাতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *