চেন্নাই নয়, গোয়ায় দাবা বিশ্বকাপ ২০২৩ পর ভারতে ফিরছে, লড়বেন গুকেশ ও ২৪ জন খেলোয়াড় – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ, গোয়ায় বসবে আসর। বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশ সহ মোট ২৪ জন ভারতীয় অংশ নিচ্ছেন এই সম্মানজনক টুর্নামেন্টে। অর্জুন এরিগাইসি, আর প্রজ্ঞানন্দ ও বিদিত গুজরাঠিও প্রার্থীপদ প্রতিযোগিতায় সিট বুক করতে মরিয়া। এই বিশাল ভারতীয় বাহিনী ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে ট্রফি ফেরাতে প্রস্তুত।