জঙ্গি নাশকতার আশঙ্কায় সতর্ক দিল্লি, উচ্চ নিরাপত্তা জারি হলো – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
পাঞ্জাবের আকবরপুর খুদাল গ্রামে ১ লক্ষ ৮০ হাজার টাকায় সন্তান বিক্রি করেছে এক দম্পতি। মাদক কেনার জন্যই তারা এই কাজ করেছে বলে অভিযোগ। বেকার ও নেশাগ্রস্ত দম্পতির কাছ থেকে টাকার বিনিময়ে শিশুটিকে কেনে এক স্ক্র্যাপ ডিলার। শিশুটির মামী অভিযোগ জানালে এই ঘটনা সামনে আসে। পুলিশ বাবা-মা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শিশুটিকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।