চেন্নাইয়ের পর এবার গোয়া মাতাবেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশসহ ২৪ ভারতীয় দাবাড়ু – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ। গোয়ায় শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে দেশের শক্তিশালী বাহিনী নামছে। বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশ ছাড়াও অর্জুন এরিগাইসি, আর প্রজ্ঞানন্দ ও বিদিত গুজরাঠিসহ মোট ২৪ জন ভারতীয় অংশ নেবেন। ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা পাকা করার এটি শেষ সুযোগ। দিব্যা দেশমুখও খেলবেন ওপেন ক্যাটাগরিতে।