বড়দিনের বক্স অফিস যুদ্ধ! রিলিজ হবে মাত্র তিনটি ছবি, কারা পাচ্ছে হল – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
চলচ্চিত্রের হল-সংকট এড়াতে এবার বড়দিনে সর্বোচ্চ তিনটি ছবি মুক্তির সিদ্ধান্ত নিল ইমপা। স্ক্রিনিং কমিটির বৈঠকে স্থির হয়েছে, দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’ নিশ্চিতভাবে আসছে। সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ বা কাকাবাবুর নতুন ছবির মধ্যে যেকোনো একটি মুক্তি পাবে। উইন্ডোজের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ পিছিয়ে গেল জানুয়ারির লং উইকেন্ডে।