ভাঙড়ে বোমাবাজি, আইএসএফ নেতার বাড়িতে হামলা; তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা কী – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গভীর রাতে উত্তেজনা। আইএসএফ বুথ সভাপতি ইছা মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও শাসকদল তা অস্বীকার করে গোষ্ঠীদ্বন্দ্বের দাবি জানিয়েছে। এলাকায় চাঞ্চল্য, ভাঙচুর হয়েছে তৃণমূলের কার্যালয়েও। মাছের ভেরি নিলাম ঘিরে হামলার অভিযোগ আইএসএফের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন।