শনিবারে কালো পোশাক দান করলে কী হয় হিন্দু জ্যোতিষশাস্ত্রের গোপন নিয়ম জানুন – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
অভাবী ব্যক্তিকে পুরনো পোশাক দান মহৎ কাজ হলেও, হিন্দু জ্যোতিষশাস্ত্র বলছে কিছু নিয়ম মানা আবশ্যক। নোংরা বা ছেঁড়া বস্ত্র দান মহাপাপ। লবণ জলে ধুয়ে, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে দান করুন। অমাবস্যা, পূর্ণিমা ও বিশেষত শনিবারে কালো পোশাক বা কম্বল দান করলে শনিদেব প্রসন্ন হন, গ্রহের দোষ কাটে ও জীবনে সুখ-সমৃদ্ধি আসে।