স্বর্ণের দামে আচমকা ধস বিনিয়োগের সেরা সময় জেনে নিন আজকের দর – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
দীপাবলির পর সোনার দামে বড় পতন দেখা গেল। দেশীয় ফিউচার বাজারে ৫ ডিসেম্বরের সোনা বন্ধ হয়েছে ১,২৩,৪৫১ টাকায়। রেকর্ড ১,৩০,০০০ টাকা ছাড়ানোর পর মুনাফা তোলার কারণে এই দাম হ্রাস, যা বিনিয়োগকারীদের নতুন সুযোগ এনে দিয়েছে। বিয়ের মরশুমে চাহিদা বাড়লে দাম আবার বাড়তে পারে, তাই বিশেষজ্ঞরা এই পতনকে অস্থায়ী মানছেন। কলকাতার মতো বিভিন্ন শহরে ২৪ ক্যারেট সোনার আজকের দাম জানুন।