মাদক কেনার জন্য দেড় লক্ষ টাকায় বিক্রি হলো কোলের সন্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

পাঞ্জাবের আকবরপুর খুদাল গ্রামে মাদকাসক্ত দম্পতি সন্দীপ সিং ও গুরমান কৌর নেশার টাকা জোগাতে নিজেদের শিশুপুত্রকে বিক্রি করে দিলেন। এক স্ক্র্যাপ ডিলারের কাছে $1.8$ লক্ষ টাকার বিনিময়ে সন্তানটিকে বিক্রি করা হয়। শিশুর মামীর তৎপরতায় ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ মানব পাচারের অভিযোগে বাবা-মা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *