অরুণাচলের সবুজে হঠাৎ কীসের আগমন ঘুম কাড়ল বিজ্ঞানীদের – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
অরুণাচল প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে ছয় নতুন প্রজাতির প্রজাপতির সন্ধান পেয়েছেন পরিবেশ সংরক্ষণকর্মীরা। বিশ্বের অন্যান্য অঞ্চলে দেখা গেলেও, এই প্রথম ভারতের সিয়াং উপত্যকায় এই প্রজাতিগুলি ধরা পড়েছে। ব্রহ্মপুত্র নদের ভূ-জৈবিক ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা জীববৈচিত্র্যের বিস্তারে নতুন দিগন্ত খুলে দিল।