অবশেষে সমাধান! পাখির বাসা ধ্বংস হলেও এবার আর চিন্তা নেই, বনবিভাগের এই পদক্ষেপে বাঁচবে দেশীয় প্রাণী – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি রেঞ্জে দেশীয় পাখি ও ক্ষুদ্র বন্যপ্রাণীদের রক্ষা ও সংরক্ষণে অভিনব উদ্যোগ নিল বনবিভাগ। গাছ কেটে তৈরি হওয়া কংক্রিটের জঙ্গল এবং প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন পাখিদের জন্য তৈরি হচ্ছে বিকল্প বাসা। মাটির হাঁড়ি ও কাঠের বাক্স ব্যবহার করে গাছের ডালে টাঙানো এই কৃত্রিম বাসস্থানে নিরাপদে থাকবে টিয়া, ময়না, কাঠবিড়ালীরা। বনবিভাগের এই মানবিক প্রয়াস স্থানীয়দের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।