উত্তরপ্রদেশে ফের আগুনের গোলা বাস, যাত্রীদের কী হলো? – এবেলা
October 26, 2025

এবেলা ডেস্কঃ
লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দিল্লি থেকে গোন্ডাগামী একটি দ্বিতল বাসে ভোররাতে আগুন লেগে যায়। টায়ার ফেটে এই দুর্ঘটনা ঘটে। এর আগে কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনার পরই উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটল। তবে চালক ও যাত্রীদের তৎপরতায় আগুন পুরো বাসে ছড়ানোর আগেই দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।