চলোয় বন্ধুর গলায় গেঁথে গেল শাবল, মদের আসরে বীভৎস পরিণতি! – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসরে বচসার জেরে এক বন্ধুর হাতে খুন হলেন অশোক পাসওয়ান (৪০)। অভিযোগ, বচসার সময় এক ‘বন্ধু’ শাবল দিয়ে আঘাত করলে তা অশোকের ঘাড়ের পাশ দিয়ে ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে। অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।