চোপড়ার আনারস চাষিরা হতাশ কেন – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ছটপুজোর আগে ভিন রাজ্যে চোপড়ার আনারসের চাহিদা তুঙ্গে উঠলেও দাম কম থাকায় কৃষকরা হতাশ। বর্তমানে বারাণসী, গোরক্ষপুর ও ছাপড়ার মতো শহরে ট্রাকে ট্রাকে ফল গেলেও কেজি প্রতি দাম ঘোরাফেরা করছে ২০-২২ টাকার আশেপাশে, যা গত বছরের ৪০ টাকারও বেশি দামের তুলনায় অনেকটাই কম। ভরা মরশুমেও ভালো দাম না মেলায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা।