ঘাতক ভোরে জাতীয় সড়কে ভয়াবহতা ৩ মৃৎশিল্পীর মর্মান্তিক মৃত্যু – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
হুগলির গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কের কানাজুলি এলাকায় ভোরে পথ দুর্ঘটনায় তিন মৃৎশিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আসানসোল থেকে হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে ১০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়িকে ধাক্কা মারে। মৃতরা হলেন দিবাস মণ্ডল, নিমাই দাস এবং কৌশিক মণ্ডল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভোররাতে চালকের ঘুমিয়ে পড়াই দুর্ঘটনার কারণ।