সিংহ কেন বাবু হয়ে বসা দেবীর বাহন? এই পালবাড়ির শতাব্দী প্রাচীন জগদ্ধাত্রী পুজোর রহস্য জানুন – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
কলকাতার বেনিয়াটোলা পালবাড়ির জগদ্ধাত্রী পুজো এবার ১০০ বছর পার। ব্যবসায়ী বটকৃষ্ণ পালের স্বপ্নাদেশ থেকে শুরু এই পুজো। এই বাড়িতে সিংহ বাহনের ওপর দেবী জগদ্ধাত্রী ‘বাবু’ হয়ে বসেন, যা ঐতিহ্যবাহী মূর্তির থেকে ভিন্ন। রীতি মেনে কুমারী পুজো হয় নবমীর দিন। নিজস্বতা ও প্রাচীন রীতিনীতির কারণে এই পুজো আজও লোকমুখে চর্চিত।