এলআইসি-আদানি বিনিয়োগের গোপন রোডম্যাপ? বিস্ফোরক রিপোর্ট উড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা! – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
আদানি গ্রুপে ৩.৯ বিলিয়ন ডলার বা প্রায় ৩২,০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য এলআইসি ‘রোডম্যাপ’ তৈরি করেছিল—ওয়াশিংটন পোস্টের এই দাবি পুরোপুরি মিথ্যা বলে জানাল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটি। এলআইসি বিবৃতিতে জানিয়েছে, বোর্ড-অনুমোদিত নীতি মেনে তারা স্বাধীনভাবে বিনিয়োগ করে, কোনো বাইরের হস্তক্ষেপ নেই। সংস্থার সুনাম নষ্টের উদ্দেশ্যেই এমন মিথ্যা প্রতিবেদন।