বাবুকেও হার মানাবে এই দেবী – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
কলকাতার বেনিয়াটোলা পালবাড়ির শতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় অভিনব রূপ। এখানে দেবী তাঁর বাহন সিংহের উপর দুই পা মুড়ে ‘বাবু’ ভঙ্গিমায় বসেন, যা আর কোথাও দেখা যায় না। সঙ্গে থাকেন চার সখী। বটকৃষ্ণ পাল প্রবর্তিত এই ঐতিহ্যবাহী পুজো ও কুমারী পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ।