‘ক্ষমতা থাকলে লড়ুন’, মমতাকে ফের চরম চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিস্ফোরক চ্যালেঞ্জ ছুঁড়ে আবারও শিরোনামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা আহ্বান জানালেন তিনি। তাঁর দাবি, সাহস থাকলে এই কেন্দ্র থেকেই লড়ুন, কারণ এবার নিশ্চিত হারবেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে শুভেন্দু বিস্ফোরক মন্তব্য করেন যে, রাজ্যে ‘SIR’ বা ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে ভবানীপুরে আর বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না, আর সেই কারণেই নাকি আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রী।
রবিবার ভবানীপুরে দলীয় সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ক্ষমতা থাকলে লড়ুন, আপনাকে হারাব।” তিনি আরও দাবি করেন, SIR হলে ভোটার তালিকা থেকে সমস্ত ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। এর ফলে তৃণমূলের ভোট কমবে। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজে গিয়ে প্রার্থী হতে পারেন বলেও জল্পনা উসকে দেন তিনি।
উল্লেখ্য, SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রতিবাদ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন। এর সমালোচনা করে শুভেন্দু বলেন, “SIR-কে এত ভয় পাওয়ার তো কিছু নেই। দেশে এর আগেও হয়েছে, এবারও নির্বাচন কমিশন করবে।”
শুভেন্দু অধিকারীর দাবি, ২০২১-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ্পা দিয়ে জিতেছিলেন। নন্দীগ্রামে হারের পর তিনি ভবানীপুর থেকে জেতেন। তাঁর কথায়, “এই আসনের অতীত বিজেপির। এখানে শিখ, সিন্ধি, মাড়োয়ারি, হিন্দিভাষী সহ বিভিন্ন রাজ্যের মানুষ ও বাঙালিরা থাকেন। ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিরাও এখানে আছেন। এটা বিজেপি-র জায়গা।” তিনি দলের নেতা-কর্মীদের একজোট হওয়ার আহ্বান জানান এবং ব্লক লেভেল অফিসার (BLO)-দের ভয় না পাওয়ার বার্তা দেন।
বিরোধী দলনেতা আরও জানান, আগামিকাল সোমবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে SIR ঘোষণা করতে পারে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “সবাই একজোট হোন। এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব হারাব হারাব।”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে— সত্যিই কি ভবানীপুর থেকে এবার প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ভোটার তালিকা সংশোধনের আতঙ্কে অন্য কোনও কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা দেখছেন তৃণমূল সুপ্রিমো?