পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে ভারতের বন্ধুত্ব খোয়াবে না আমেরিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার বিনিময়ে ভারত-মার্কিন বন্ধুত্ব কোনোভাবেই খোয়াবে না আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবার স্পষ্ট করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশসচিব মার্কো রুবিয়ো। তাঁর এই মন্তব্যের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে জল্পনার অবসান হলো যে, আমেরিকা পাকিস্তানের দিকে ঝুঁকছে।

মার্কো রুবিয়ো জানান, পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করতে চায় ওয়াশিংটন। তবে তার অর্থ এই নয় যে এর ফলে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি হবে। দোহার উদ্দেশে রওনা হওয়ার পথে রুবিয়ো ভারত ও পাকিস্তানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

তিনি উল্লেখ করেন, “ভারতের সঙ্গে বন্ধুত্বের বিনিময়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে চায় না আমেরিকা।” তিনি আরও বলেন, আমেরিকা ও পাকিস্তান একত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, যা ভারতের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। ভারতের কূটনীতিকে ‘বুদ্ধিমানের কাজ’ বলে অভিহিত করে তিনি জানান, নয়াদিল্লি বোঝে যে ওয়াশিংটনকে অনেক দেশের সাথেই সম্পর্ক বজায় রাখতে হয়।

‘অপারেশন সিঁদুর’ এবং ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর শুল্ক আরোপের পর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে একটি অংশ দাবি করেছিল যে, আমেরিকার পাল্লা পাকিস্তানের দিকে ঝুঁকছে। মার্কো রুবিয়ো সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান, এমন কোনও সম্ভাবনা নেই।

মার্কিন বিদেশসচিব আরও দাবি করেন, এমন অনেক দেশ আছে যাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকলেও আমেরিকার নেই, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো আপত্তি নেই। তাঁর কথায়, “ভারত নিজের বিদেশনীতি মেনে চলে। সেটাই তো স্বাভাবিক। আমি মনে করি না, আমরা পাকিস্তানের সঙ্গে যেভাবে আছি তাতে ভারতের সঙ্গে সম্পর্কে ক্ষতি হতে পারে বা প্রভাব পড়তে পারে। ওই দেশের সঙ্গে আমাদের বোঝাপড়া শতাব্দী প্রাচীন ও ঐতিহাসিক।”

তিনি মনে করিয়ে দেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যা সম্পর্কে ট্রাম্প অবগত। আমেরিকার লক্ষ্য হল এই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করানো।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পকে তোষামোদ করছেন। চলতি বছরের জুনে পাকিস্তানের সেনাপ্রধান মুনির ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠক করেন এবং পরে সেপ্টেম্বরে শেহবাজ শরিফ হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *