বিপত্তি আরএলআইয়ে! তার চুরি হওয়ায় জল পাচ্ছেন না হাজারো কৃষক, নষ্ট হচ্ছে ফসল – এবেলা

এবেলা ডেস্কঃ

আমতা ১ ব্লকে রিভার লিফ্ট ইরিগেশন বা আরএলআইয়ের বিদ্যুতের তার চুরি হওয়ায় বিপাকে পড়েছেন রসপুর ও পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। পুজোর আগে থেকে তিনটি আরএলআই অচল থাকায় জমিতে জল দেওয়া যাচ্ছে না। রবি ফসল ও সবজি নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগে চাষিরা। মহকুমা শাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *