দক্ষিণ ২৪ পরগনায় বিরাট খবর বিদ্যুৎ নিয়ে – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
সুন্দরবন সহ দক্ষিণ ২৪ পরগনার বিদ্যুৎ পরিষেবা আধুনিক করতে বড়সড় উদ্যোগ নিল জেলার বিদ্যুৎ বিভাগ। লো-ভোল্টেজ ও লোডশেডিং সমস্যা এড়াতে জয়নগর, মৈপীঠ, ঝড়খালি, বারুইপুর, মগরাহাট সহ একাধিক স্থানে নতুন ৩৩/১১ কেভি সাব-স্টেশন গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুন্দরবনের ছোট মোল্লাখালিতে নদীপথের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্ট তার নিয়ে যাওয়ার কাজ চলছে। দ্রুত টেন্ডার ডেকে অন্যান্য স্থানেও কাজ শুরু হবে বলে জানা গেছে।