অবাক কাণ্ড! ঘুম থেকে তুলতে মেয়েদের ঘরে ব্যান্ড পার্টি! আসলে কী ঘটেছিল? – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘুম স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু তাই বলে দিনের অর্ধেক সময় ঘুমিয়েই কাটানো? এমনটা হলে বাবা-মা বিরক্ত হবেনই। আর সেই বিরক্তি যখন অভিনব উপায়ে প্রকাশ পায়, তখন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বাধ্য। ঠিক তেমনই এক ঘটনা এখন ইন্টারনেটে চর্চার কেন্দ্রে, যেখানে এক মা তাঁর ঘুমকাতুরে দুই মেয়েকে বিছানা থেকে তুলতে একেবারে ব্যান্ড পার্টি ভাড়া করে এনেছেন!
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সূর্য ওঠার পরেও দুই মেয়ে নিজেদের ঘরে গভীর ঘুমে মগ্ন। তাদের হয়তো বারংবার ডাকা সত্ত্বেও ঘুম ভাঙেনি। এমন পরিস্থিতিতেই ওই মা এক চরম পদক্ষেপ নেন। তিনি স্থানীয় ব্যান্ড দলের সদস্যদের ডেকে মেয়েদের বেডরুমে নিয়ে আসেন। এরপরই ঘরে বেজে ওঠে ঢোল ও ট্রাম্পেটের তীব্র সুর!
ঘুমের মধ্যে হঠাৎ এমন কোলাহল শুনে মেয়েরা হতভম্ব হয়ে যায়। প্রথমে কম্বলের নিচ থেকে উঁকি দিলেও, পরে তারা দ্রুত নিজেদের মুখ ঢেকে নেয়। তাদের সেই অবাক ও বিরক্ত মুখভঙ্গি দেখেই হাসি থামাতে পারেননি নেটিজেনরা। মুহূর্তের মধ্যে এই ‘মমতাগিরি’-র ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে।
জানা যাচ্ছে, এই রিলটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ৫৮ লাখেরও বেশি ভিউ, প্রায় চার লাখ লাইক এবং সাড়ে তিন হাজারের কাছাকাছি কমেন্ট পেয়েছে। অনেকেই মা-এর এই সৃজনশীল পন্থাকে “বছরের সেরা প্যারেন্টিং” বলে আখ্যা দিয়েছেন। তবে কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, “এই ভিডিও যেন আমার মায়ের চোখে না পড়ে!” আসলে, অতিমাত্রায় ঘুমপ্রিয় সন্তানদের নিয়ে এমন মজার ঘটনা নেটিজেনদের কাছে দারুণ উপভোগ্য হয়ে উঠেছে।