মা ফ্লাইওভারের গোপন টোল ২০ টাকা দিতেই মিলছে ছাড়, কার নির্দেশে রাতের শহরে চলছে এই কারবার – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
কলকাতায় মা ফ্লাইওভারে রাতে পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলেও, তা অমান্য করে চলছে অবাধ যাতায়াত। চালকদের অভিযোগ, নিচুতলার উর্দিধারীদের ‘পুলিশ টোল’ বাবদ ২০ টাকা দিলেই মিলছে ছাড়। গার্ড রেলের সামনেই লেনদেন হচ্ছে টাকা। এই বেআইনি কাজের ভিডিও হাতে আসায় কলকাতা পুলিশের অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। এজেসি বোস ফ্লাইওভারের ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে।