টার্গেট লটারি বন্ধে বিস্ফোরক পুরুলিয়া পুরপ্রধান, কাঠগড়ায় তৃণমূলের একাংশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

অবৈধ ‘টার্গেট লটারি’ নিয়ে এবার শাসক দল তৃণমূলের অন্দরেই তোলপাড়। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি শহর তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিস্ফোরক দাবি করেছেন। তাঁর অভিযোগ, দলের চাপেই বন্ধ করা লটারি ফের চালু করতে প্রশাসনকে অনুরোধ করতে হয়েছিল। এই কারবারিদের দলে যোগদান করানো হয়েছিল এবং চাঁদার বিষয়েও আলোচনা হয়। এই বিষয়ে পুরপ্রধান প্রশাসনিকভাবে দলের সক্রিয় ভূমিকা চান। পালটা শহর সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায় কেন এতদিন চুপ ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *