জামনগরে দিনে-দুপুরে ভয়ঙ্কর কাণ্ড! দোকানের সামনেই নাবালিকাকে কোলে বসিয়ে যা করল – এবেলা

এবেলা ডেস্কঃ
গুজরাটের জামনগর শহর থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি উদ্বেগজনক ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দিনের আলোয় একটি দোকানের সামনে এক বৃদ্ধ এক নাবালিকা শিশুর সঙ্গে অশালীন আচরণ করছেন।
জানা গিয়েছে, ঘটনাটি গত ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বিকেল সাড়ে ৪টা নাগাদ জামনগরের আপনা বাজার এলাকার কাছে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত বৃদ্ধটি প্রথমে খেলার নাম করে আশেপাশে খেলতে থাকা ছোট শিশুদের ডেকে নেয়। এরপর সে একটি ছোট মেয়েকে কোলে বসিয়ে তার সঙ্গে অশালীন ব্যবহার শুরু করে।
পুরো ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, বৃদ্ধটি শিশুটির সঙ্গে আপত্তিজনক আচরণে লিপ্ত। এইসময় সেখানে উপস্থিত অন্য একটি শিশু ওই বৃদ্ধের নোংরা আচরণ দেখে মেয়েটিকে তার কোল থেকে টেনে সরানোর চেষ্টা করে। পরে এক যুবক এসে জোর করে বৃদ্ধের কবল থেকে মেয়েটিকে উদ্ধার করেন।
লজ্জাজনক কাজটি করার পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা ও পুলিশিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভাইরাল হওয়া ভিডিওর প্রতিক্রিয়ায় একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী ওই ‘লম্পট শয়তান’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি লেখেন, “মানুষের রূপে এক লম্পট শয়তান…! দিনের আলোয়! মেয়েটি একা থাকলে বা কোনো নির্জন জায়গায় থাকলে কী হতে পারত, তা ভাবতেই গা শিউরে উঠছে। গুজরাট পুলিশ এবং জামনগর পুলিশ, অনুগ্রহ করে একটি কঠোর উদাহরণ তৈরি করুন। নয়তো এমন ছোট মেয়েদের রক্ষা করবে কে?”
এই ঘটনাটি জামনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে, যেখানে এমন জঘন্য কাজ জনসমক্ষে ঘটে গেল। পুলিশ অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।