নবাবের শহরে শীতের আগে ভিড়, পর্যটনে হাসি ফুটছে হাজারো মুখে – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
হেমন্তের হালকা ঠান্ডা ও শিশির পড়তেই নবাবি তালুক মুর্শিদাবাদে পর্যটকদের আনাগোনা বেড়েছে। শীতের মরশুম শুরুর আগেই হাজারদুয়ারি, কাটরা মসজিদে ভিড় জমতে শুরু করেছে। পর্যটক বাড়ায় নবাবের শহরের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষের রুজি-রোজগারে এখন খুশির হাওয়া। দৈনিক গড়ে ৩-৪ হাজার টিকিট বিক্রি হচ্ছে।