কাজের খোঁজে ত্রিপুরায়! স্টেশনে আটক ৬ বাংলাদেশি – এবেলা

এবেলা ডেস্কঃ
এক শিশু-সহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে ত্রিপুরা রাজ্যের আমবাসা রেলস্টেশন থেকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা মূলত কাজের সন্ধানে ত্রিপুরায় এসেছিলেন এবং তাঁদের চূড়ান্ত গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। জেরার মুখে তাঁরা স্বীকার করেছেন যে টাকার বিনিময়ে এক দালালের সহায়তায় তাঁরা ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছেন।
এই ঘটনার পর দালাল চক্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং এই অবৈধ অনুপ্রবেশের পিছনে থাকা মূলচক্রী ও দালালদের খোঁজে তদন্ত শুরু করেছে। কীভাবে তাঁরা সীমান্ত পেরোলেন এবং কারা তাঁদের সাহায্য করল, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।