বিপদ শিয়রে মালদহ! ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে একের পর এক নার্সিংহোম – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদহ জেলার বহু নার্সিংহোম ছয় মাস থেকে দুই বছর ধরে মেয়াদ উত্তীর্ণ ফায়ার লাইসেন্স নিয়ে চলছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা, র‍্যাম্প ও মক ড্রিলের মতো জরুরি সুরক্ষা মানা হচ্ছে না। শিলিগুড়ির ঘটনার পর নবান্নের নির্দেশে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছে জেলা। তবে গাফিলতির জন্য নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *